Poth Songtext
von Parvez
Poth Songtext
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
পথেই পাবে পথের দিশা
পথেই যাবে কেটে অমানিশা
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
যতক্ষন বেঁচে থাকা
পথই তো সাথী
সময়ের প্রতিনাম হলো চাকা
অস্তিত্ব প্রতীক
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
এ জীবন মানে চলা অনন্তকালে
জীবনের জয়গান গেয়ে চলা নিত্য চলাচলে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
পথেই পাবে পথের দিশা
পথেই যাবে কেটে অমানিশা
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
পথেই পাবে পথের দিশা
পথেই যাবে কেটে অমানিশা
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
যতক্ষন বেঁচে থাকা
পথই তো সাথী
সময়ের প্রতিনাম হলো চাকা
অস্তিত্ব প্রতীক
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
এ জীবন মানে চলা অনন্তকালে
জীবনের জয়গান গেয়ে চলা নিত্য চলাচলে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথের আড়ালে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
পথেই পাবে পথের দিশা
পথেই যাবে কেটে অমানিশা
পথ গেছে বেঁকে পথের আড়ালে
পথ গেছে বেঁকে পথে
কোন্ সে দূর অজানায়
তবু মধ্যপথে থমকে দাঁড়ালে
মিলবে কি ঠিকানায়
Writer(s): Goonjohn Chowdhuri, Hridoy Khan Lyrics powered by www.musixmatch.com