Koto Je Bhalobasi Songtext
von Parvez
Koto Je Bhalobasi Songtext
তুমি সূর্য, বৃষ্টিকণা আর নদীর কালো জল
তুমি ছায়া, স্বপ্নমায়া আর সুখের কোলাহল
তুমি সূর্য, বৃষ্টিকণা আর নদীর কালো জল
তুমি ছায়া স্বপ্নমায়া আর সুখের কোলাহল
আঁধার সবই তুমি ছাড়া
অন্ধ এ মন দিশেহারা
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
আকাশ হারায় নীল
যদি নাও মুখ ফিরিয়ে
যদি যাও, মন থেকে দূর
পৃথিবী যায় ঘুমিয়ে
আঁধার সবই তুমি ছাড়া
অন্ধ এ মন দিশেহারা
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
সাগর হারায় কূল
যদি নাও চোখ এড়িয়ে
ও যদি পাও অভিমানী দুখ
চাঁদটা নেয় মুখ লুকিয়ে
তুমি সূর্য, বৃষ্টিকণা আর নদীর কালো জল
তুমি ছায়া, স্বপ্নমায়া আর সুখের কোলাহল
আঁধার সবই তুমি ছাড়া
অন্ধ এ মন দিশেহারা
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
বারেবারে তাই ফিরে আসি
তুমি ছায়া, স্বপ্নমায়া আর সুখের কোলাহল
তুমি সূর্য, বৃষ্টিকণা আর নদীর কালো জল
তুমি ছায়া স্বপ্নমায়া আর সুখের কোলাহল
আঁধার সবই তুমি ছাড়া
অন্ধ এ মন দিশেহারা
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
আকাশ হারায় নীল
যদি নাও মুখ ফিরিয়ে
যদি যাও, মন থেকে দূর
পৃথিবী যায় ঘুমিয়ে
আঁধার সবই তুমি ছাড়া
অন্ধ এ মন দিশেহারা
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
সাগর হারায় কূল
যদি নাও চোখ এড়িয়ে
ও যদি পাও অভিমানী দুখ
চাঁদটা নেয় মুখ লুকিয়ে
তুমি সূর্য, বৃষ্টিকণা আর নদীর কালো জল
তুমি ছায়া, স্বপ্নমায়া আর সুখের কোলাহল
আঁধার সবই তুমি ছাড়া
অন্ধ এ মন দিশেহারা
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
কত যে ভালোবাসি
বারেবারে তাই ফিরে আসি
বারেবারে তাই ফিরে আসি
Writer(s): Goonjohn Rahman, Hridoy Khan Lyrics powered by www.musixmatch.com