Bhoi Songtext
von Nachiketa Chakraborty
Bhoi Songtext
একমুঠো অভিমানে মুখচোরা মিছিলে
চেনা নামে জমছে নালিশ
একলা আকাশ আর খোলা জানালায়
দিশেহারা ব্যথার হদিস
বৃষ্টি নেমেছে এ মনের দেওয়ালে
সে কথা জানে পাশবালিশ
আদরের উড়োচিঠি তোমাকে দিলাম
ভালোবাসি বলতে এলাম
ভালোবাসি বলতে এলাম
একমুঠো অভিমানে মুখচোরা মিছিলে
চেনা নামে জমছে নালিশ
আলসে মনের এ ক্যানভাসে রংধনু রোজ হাসে
আলেয়া ঝরালো স্মৃতির বাঁকে, মেঘেদের শহর ডাকে
ও, আদুরে ঘুমের এ অভ্যাসে চুপিসারে ফিরে আসে
আনমনা রোদ ছড়িয়ে থাকে বেহায়া ইচ্ছের বাঁকে
কথার পালকি থেমেছে দূরে অগোছালো আঁধারে
আদরের জলছবি তোমাকে দিলাম
ভালোবাসি বলতে এলাম
ভালোবাসি বলতে এলাম
একমুঠো অভিমানে মুখচোরা মিছিলে
চেনা নামে জমছে নালিশ
চার দেওয়ালের খেলাঘরেতে কিছু উদাস পিছুটানে
সুখের আবিরে ক্লান্ত ব্যথা, কাঁদছে হৃদয় গোপনে
পথ হারানো অবসরে ঝাপসা সময়ের গানে
ফিরে আসে ঘুমঘোরে স্মৃতির অবুঝ টানে
ভাঙা এ মন কোন সে নেশায় রোদের শরীর সাজায়
আদরের ভেজা মন তোমাকে দিলাম
ভালোবাসি বলতে এলাম
ভালোবাসি বলতে এলাম
একমুঠো অভিমানে মুখচোরা মিছিলে
চেনা নামে জমছে নালিশ
একলা আকাশ, খোলা জানালায়
দিশেহারা ব্যথার হদিস
চেনা নামে জমছে নালিশ
একলা আকাশ আর খোলা জানালায়
দিশেহারা ব্যথার হদিস
বৃষ্টি নেমেছে এ মনের দেওয়ালে
সে কথা জানে পাশবালিশ
আদরের উড়োচিঠি তোমাকে দিলাম
ভালোবাসি বলতে এলাম
ভালোবাসি বলতে এলাম
একমুঠো অভিমানে মুখচোরা মিছিলে
চেনা নামে জমছে নালিশ
আলসে মনের এ ক্যানভাসে রংধনু রোজ হাসে
আলেয়া ঝরালো স্মৃতির বাঁকে, মেঘেদের শহর ডাকে
ও, আদুরে ঘুমের এ অভ্যাসে চুপিসারে ফিরে আসে
আনমনা রোদ ছড়িয়ে থাকে বেহায়া ইচ্ছের বাঁকে
কথার পালকি থেমেছে দূরে অগোছালো আঁধারে
আদরের জলছবি তোমাকে দিলাম
ভালোবাসি বলতে এলাম
ভালোবাসি বলতে এলাম
একমুঠো অভিমানে মুখচোরা মিছিলে
চেনা নামে জমছে নালিশ
চার দেওয়ালের খেলাঘরেতে কিছু উদাস পিছুটানে
সুখের আবিরে ক্লান্ত ব্যথা, কাঁদছে হৃদয় গোপনে
পথ হারানো অবসরে ঝাপসা সময়ের গানে
ফিরে আসে ঘুমঘোরে স্মৃতির অবুঝ টানে
ভাঙা এ মন কোন সে নেশায় রোদের শরীর সাজায়
আদরের ভেজা মন তোমাকে দিলাম
ভালোবাসি বলতে এলাম
ভালোবাসি বলতে এলাম
একমুঠো অভিমানে মুখচোরা মিছিলে
চেনা নামে জমছে নালিশ
একলা আকাশ, খোলা জানালায়
দিশেহারা ব্যথার হদিস
Writer(s): Pt. Subrata Bhattacharya Lyrics powered by www.musixmatch.com