Brishti Thamar Seshe Songtext
von Asha Bhosle
Brishti Thamar Seshe Songtext
বৃষ্টি থামার শেষে সোনালি আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো
ও, বৃষ্টি থামার শেষে সোনালি আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনালি কাঠি ছোঁয়ালো
সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি
সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি
নতুন ফুলের হাসি
সারাটি ভুবনে ছ ড়ালো, ছ ড়ালো, ছ ড়ালো
আলোর খবর পেয়ে চমকে দেখি যে চেয়ে
পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো
বৃষ্টি থামার শেষে সোনালি আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো
পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা
পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা
কত কি নতুন খুশি
মনেতে কখন জ ড়ালো, জ ড়ালো, জ ড়ালো
আলোর খবর পেয়ে চমকে দেখি যে চেয়ে
পাখিরা উঠেছে গেয়ে, রাত্রি কখন পোহালো
বৃষ্টি থামার শেষে সোনালি আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো
ও, বৃষ্টি থামার শেষে সোনালি আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনালি কাঠি ছোঁয়ালো
সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি
সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি
নতুন ফুলের হাসি
সারাটি ভুবনে ছ ড়ালো, ছ ড়ালো, ছ ড়ালো
আলোর খবর পেয়ে চমকে দেখি যে চেয়ে
পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো
বৃষ্টি থামার শেষে সোনালি আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো
পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা
পেলাম কত কি আশা, না বলা কত কি ভাষা
কত কি নতুন খুশি
মনেতে কখন জ ড়ালো, জ ড়ালো, জ ড়ালো
আলোর খবর পেয়ে চমকে দেখি যে চেয়ে
পাখিরা উঠেছে গেয়ে, রাত্রি কখন পোহালো
বৃষ্টি থামার শেষে সোনালি আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো
Writer(s): Pulak Banerjee, Ajoy Das Lyrics powered by www.musixmatch.com